মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৩১
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২৩১। হযরত আবু যিয়াদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত আয়েশা (রাঃ)-কে পিয়াজ (খাওয়া) সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সর্বশেষ খানা যাহা খাইয়াছেন, তন্মধ্যে পিয়াজ ছিল। — আবু দাউদ
وَعَن أبي زيادٍ قَالَ: سُئلتْ عائشةُ عَنِ الْبَصَلِ فَقَالَتْ: إِنَّ آخِرَ طَعَامٍ أَكَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامُ فِيهِ بصل. رَوَاهُ أَبُو دَاوُد
