মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৩৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২৩৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পরিবারস্থ কাহারো জ্বর হইলে তিনি হাসা প্রস্তুত করিতে বলিতেন এবং উহা চাটিয়া খাইতে নির্দেশ দিতেন। তিনি বলিতেনঃ ইহা চিন্তাযুক্ত মনকে সুদৃঢ় করে এবং পীড়িতের অন্তর হইতে রোগের ক্লেশকে দূর করে, যেমন তোমাদের নারীদের কেহ পানি দ্বারা নিজের মুখমণ্ডল হইতে ময়লা দূর করিয়া থাকে। – তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি হাসান সহীহ।
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَخَذَ أَهْلَهُ الْوَعْكُ أَمَرَ بِالْحَسَاءِ فصُنعَ ثمَّ أَمر فَحَسَوْا مِنْهُ وَكَانَ يَقُولُ: «إِنَّهُ لَيَرْتُو فُؤَادُ الحزين ويسرو عَن فؤاد السقيم كَمَا تسروا إِحْدَاكُنَّ الْوَسَخَ بِالْمَاءِ عَنْ وَجْهِهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

হাদীসের ব্যাখ্যা:

আটা, পানি ও ঘি সংযোগে তৈয়ারী হালকা ও তরল পায়েসকে হাসা বলে। অবশ্য ইহার সাথে হাল্কা মিষ্টিও দেওয়া হয়। ইহা লঘু পাক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৩৪ | মুসলিম বাংলা