মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২২৫
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত যে, নবী (ﷺ) তাজা পাকা খেজুর দ্বারা খরবুজা খাইতেন। – তিরমিযী, আর আবু দাউদ এই কথাটি বর্ধিত করিয়াছেন—এবং তিনি বলিতেন, ইহার (খরবুজার) শীতলতা উহার (খেজুরের) উষ্ণতা এবং উহার উষ্ণতা ইহার শীতলতা সংশোধন করিয়া দেয়। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব।
وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَزَادَ أَبُو دَاوُدَ: وَيَقُولُ: «يَكْسِرُ حَرَّ هَذَا بِبَرْدِ هَذَا وَبَرْدَ هَذَا بِحَرِّ هَذَا» . وَقَالَ التِّرْمِذِيّ: هَذَا حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২২৫ | মুসলিম বাংলা