মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২২৬
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী (ﷺ)-এর খেদমতে পুরাতন খেজুর পেশ করা হইল। তিনি উহা খুঁটিতে এবং উহা হইতে পোকা বাহির করিতে লাগিলেন। –আবু দাউদ
وَعَن أَنَسٍ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ عَتِيقٍ فَجَعَلَ يُفَتِّشُهُ وَيُخْرِجُ السُّوسَ مِنْهُ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা যায় যে, পোকার কারণে ফল নাপাক বা উহা খাওয়া নিষিদ্ধ হয় না। তবে জানিয়া শুনিয়া পোকাসহ উহা খাওয়া নাজায়েয, পোকা বাছিয়া খাওয়ায় দোষ নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২২৬ | মুসলিম বাংলা