মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২২৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২৪। হযরত সা'দ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমি মারাত্মকভাবে পীড়িত হইয়া পড়িলাম। নবী (ﷺ) আমার খোঁজখবর লইতে তাশরীফ আনিলেন। তিনি নিজের হাতখানা আমার দুই স্তনের মাঝখানে ( বুকের উপর) রাখিলেন। তাহাতে আমি আমার কলিজায় শীতলতা অনুভব করিলাম। অতঃপর তিনি বলিলেনঃ তুমি একজন হৃদ-বেদনার রোগী। সুতরাং তুমি সকীফ গোত্রীয় হারেস ইবনে কালদার নিকট যাও। সে একজন চিকিৎসক। (পরে তিনি বলিলেন) সে যেন অবশ্যই মদীনার সাতটি আজওয়া খেজুর বীচিসহ পিষিয়া তোমার মুখের মধ্যে ঢালিয়া দেয়। –আবু দাউদ
وَعَن سعدٍ قَالَ: مَرِضْتُ مَرَضًا أَتَانِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي فَوَضَعَ يَدَهُ بَيْنَ ثَدْيِيَّ حَتَّى وَجَدْتُ بَرْدَهَا عَلَى فُؤَادِي وَقَالَ: «إِنَّكَ رجلٌ مفْؤودٌ ائْتِ الْحَارِثَ بْنَ كَلَدَةَ أَخَا ثَقِيفٍ فَإِنَّهُ رجل يتطبب فليأخذ سبع تمرات منم عَجْوَةِ الْمَدِينَةِ فَلْيَجَأْهُنَّ بِنَوَاهُنَّ ثُمَّ لِيَلُدَّكَ بِهِنَّ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটি হইতে প্রথমত ইহা প্রমাণিত হয় যে, রোগের চিকিৎসা করা বা চিকিৎসকের মুখাপেক্ষী হওয়া জায়েয আছে। যদিও সে অমুসলিম হয়। কেননা, হারেস ইবনে কালদাহ ইসলাম গ্রহণ করিয়াছে কিনা, তাহা নির্ভরযোগ্য সূত্রে জানা যায় নাই। দ্বিতীয়ত, চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দান করিয়া নিজেই উহার ঔষধ নির্ণয় করার দ্বারা এই দিকে ইংগিত করিলেন যে, এই রোগের জন্য ইহাও অভিজ্ঞতার আলোকে বলা যায় যে, এক প্রকারের অমোঘ ঔষধ। তবে পদ্ধতিগত প্রস্তুত করা হইল চিকিৎসকের কাজ।
