মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২২৩
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২৩। হযরত ইউসুফ ইবনে আব্দুল্লাহ্ ইবনে সালাম (রাঃ) বলেন, একবার আমি নবী (ﷺ)কে দেখিয়াছি, তিনি এক টুকরা যবের রুটি লইয়া উহার উপরে খেজুর রাখিয়া বলিলেনঃ ইহা (খেজুর) উহার (রুটির) সালন। এবং (এই বলিয়া) উহা খাইলেন। –আবু দাউদ
وَعَنْ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ كِسْرَةً مِنْ خُبْزِ الشَّعِيرِ فَوَضَعَ عَلَيْهَا تَمْرَةً فَقَالَ: «هَذِهِ إِدَامُ هَذِهِ» وَأَكَلَ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
খোরমা খেজুর স্বতন্ত্র একটি খাদ্য হইলেও সালন হিসাবেও ব্যবহৃত হয়।
