মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২২২
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২২। হযরত উম্মে হানী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী (ﷺ) আমার কাছে আসিয়া বলিলেনঃ তোমার নিকট খাওয়ার কিছু আছে কি ? আমি বলিলাম, শুকনা রুটি ও সিরকা ব্যতীত কিছুই নাই। তিনি বলিলেন, উহাই লও। বস্তুত যেই ঘরে সিরকা আছে, সেই ঘর সালনশূন্য নহে। – তিরমিযী, এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব।
وَعَن أم هَانِئ قَالَتْ: دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَعِنْدَكِ شَيْءٌ» قُلْتُ: لَا إِلَّا خُبْزٌ يَابِسٌ وَخَلٌّ فَقَالَ: «هَاتِي مَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أَدَمٍ فِيهِ خَلٌّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২২২ | মুসলিম বাংলা