মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২২১
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২১। হযরত আবু উসায়দ আনসারী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা জয়তুনের তেল খাও এবং উহা গায়ে মালিশ কর। কারণ উহা হইল একটি কল্যাণময় বৃক্ষ হইতে (নির্গত)। —তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَن أبي أُسَيدٍ الْأَنْصَارِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
কোরআনে জয়তুনের শপথ করা হইয়াছে এবং ইহাকে বরকতময় বৃক্ষ বলিয়া আখ্যায়িত করা হইয়াছে।
