মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২২০
দ্বিতীয় অনুচ্ছেদ
৪২২০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে রুটির সারীদ এবং হায়সের সারীদ ছিল প্রিয় খাদ্য। —আবু দাউদ
وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: كَانَ أَحَبَّ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الثَّرِيدُ مِنَ الْخُبْزِ والثريدُ منَ الحَيسِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

সারীদ দুই প্রকার। এক প্রকার হইল গোশতের ঝোলের মধ্যে রুটির টুকরা ভিজাইয়া তৈয়ার করা। আর দ্বিতীয় প্রকার হইল, খেজুরের টুকরা পনির ও ঘি সংযোগে প্রস্তুত করা, ইহাকে হায়স বলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২২০ | মুসলিম বাংলা