মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৮৯
প্রথম অনুচ্ছেদ
৪১৮৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ সেই গৃহবাসী অভুক্ত নহে, যাহাদের কাছে খেজুর আছে। অপর এক রেওয়ায়তে আছে, তিনি বলিয়াছেন, হে আয়েশা। যেই ঘরে খেজুর নাই, সেই গৃহবাসী অভুক্ত। এই কথাটি তিনি দুই অথবা তিনবার বলিয়াছেন। —মুসলিম
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَجُوعُ أَهْلُ بَيْتٍ عِنْدَهُمُ التَّمْرُ» . وَفِي رِوَايَةٍ: قَالَ: «يَا عَائِشَةُ بَيْتٌ لَا تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ» قَالَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا. رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, খোরমা খেজুর শুধু ফল নহে; বরং উহা খাদ্যও বটে।
