মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৯০
প্রথম অনুচ্ছেদ
৪১৯০। হযরত সা'দ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি ভোরে সাতটি আজওয়া খেজুর খাইবে, সে দিন কোন বিষ ও জাদুটোনা তাহার ক্ষতি করিতে পারিবে না। মোত্তাঃ
وَعَن سعدٍ قَالَ: سمعتُ رسولَ الله يَقُولُ: «مَنْ تَصَبَّحَ بِسَبْعِ تَمَرَاتٍ عَجْوَةٍ لَمْ يضرَّه ذَلِك الْيَوْم سم وَلَا سحر»
হাদীসের ব্যাখ্যা:
আজওয়া মদীনার একটি উন্নতমানের খেজুর। ইহার জন্য হুযূর (ﷺ) বিশেষভাবে দো'আ করিয়াছেন। উহা তুলনামূলক আকারে ছোট ও বর্ণে কালো।
