মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৯০
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৯০। হযরত সা'দ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি ভোরে সাতটি আজওয়া খেজুর খাইবে, সে দিন কোন বিষ ও জাদুটোনা তাহার ক্ষতি করিতে পারিবে না। মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَن سعدٍ قَالَ: سمعتُ رسولَ الله يَقُولُ: «مَنْ تَصَبَّحَ بِسَبْعِ تَمَرَاتٍ عَجْوَةٍ لَمْ يضرَّه ذَلِك الْيَوْم سم وَلَا سحر»
হাদীসের ব্যাখ্যা:
আজওয়া মদীনার একটি উন্নতমানের খেজুর। ইহার জন্য হুযূর (ﷺ) বিশেষভাবে দো'আ করিয়াছেন। উহা তুলনামূলক আকারে ছোট ও বর্ণে কালো।