মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৮৮
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৮৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কাহাকেও নিজ সাথী ভাইদের অনুমতি ব্যতিরেকে দুই খেজুর এক সাথে খাইতে রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন। মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْرِنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ حَتَّى يستأذِنَ أَصْحَابه
হাদীসের ব্যাখ্যা:
একত্রে খাইতে বসিলে উপস্থিত খাদ্যের উপর সকলের হক্ সমান, তাই এই ক্ষেত্রে কাহারও জন্য এক গ্রাসে দুই দুইটি খেজুর ভক্ষণ করা অন্যায়। অথবা অভাব ও দুর্ভিক্ষের সময়ে হুযূর (ﷺ) এরূপ করিতে নিষেধ করিয়াছেন। আল্লামা সয়ুতী (রহঃ) বলেন, এই হাদীসটি মানসূখ হইয়া গিয়াছে। কারণ নবী (ﷺ) বলেন, এক সময় আমি দুইটি খেজুর একত্রে মিলাইয়া খাইতে নিষেধ করিয়াছিলাম। এখন আল্লাহ্ তোমাদেরকে সচ্ছল করিয়াছেন। সুতরাং এখন মিলাইয়া খাইতে পার।