মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪১৮৭
প্রথম অনুচ্ছেদ
৪১৮৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি, তিনি উপড়ি বসিয়া খেজুর খাইতেছিলেন। অন্য রেওয়ায়তে আছে, তিনি উহা হইতে খুব তাড়াতাড়ি খাইতেছিলেন। --মুসলিম
وَعَن أنس قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقْعِيًا يَأْكُلُ تَمْرًا وَفِي رِوَايَةٍ: يَأْكُلُ مِنْهُ أكلا ذريعا. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

الْمُقعِي শব্দটির উৎপত্তি إِقعَاءٌ থেকে। এর অর্থ এমনভাবে বসা, যাতে নিতম্ব মাটিতে থাকবে, দুই পায়ের নলা থাকবে খাড়া এবং দুই হাত দিয়ে নলা জড়িয়ে ধরা হবে। আরবীতে একে اِحْتِبَاءُ-ও বলা হয়। সাধারণত সেকালে গোলামেরা এভাবে বসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক সময় এভাবে বসতেন। এরূপ বসার দ্বারা বিনয় প্রকাশ পায়, যেহেতু এ বসাটা গোলামদের বসার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

আল্লাহ তা'আলার বান্দা হিসেবে অন্য সকল ক্ষেত্রের মতো বসার বেলায়ও আমাদেরকে বিনয় অবলম্বন করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান