মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৮৬
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৮৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাররুযযাহরান নামক স্থানে ছিলাম, এই সময় আমরা বাবলা ফল চয়ন করিতেছিলাম। তখন তিনি বলিলেন: তোমরা শুধুমাত্র কালো কালোগুলিই চয়ন কর। কেননা, উহাই উত্তম। (হযরত জাবের [রাঃ] বলেন,) তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, আপনি কি বকরী চরাইতেন? (কারণ, ইহারাই তো বন-জঙ্গলের ফল সম্বন্ধে অভিজ্ঞতা রাখে।) তিনি বলিলেন, হ্যাঁ, এমন কোন নবীই নাই যিনি বকরী চরান নাই। – মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَنْ جَابِرٍ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَرِّ الظَّهْرَانِ نَجْنِي الْكَبَاثَ فَقَالَ: «عَلَيْكُم بالأسْوَدِ مِنْهُ فإِنَّه أَطْيَبُ» فَقِيلَ: أَكُنْتَ تَرْعَى الْغَنَمَ؟ قَالَ: «نَعَمْ وهلْ منْ نبيٍّ إِلاَّ رعاها؟»