মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৮০
প্রথম অনুচ্ছেদ
৪১৮০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা এক দর্জি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দাওয়াত করিল, যাহা সে প্রস্তুত করিয়াছিল। সুতরাং আমিও নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলাম। সে যবের রুটি ও ঝোলবিশিষ্ট তরকারি উপস্থিত করিল,উহার মধ্যে ছিল কদু ও গোশতের টুকরা। তখন আমি দেখিলাম, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালার আশপাশ হইতে কদু খুঁজিয়া লইতেছেন। ফলে সেই দিন হইতে আমিও সর্বদা কদু খাওয়া পছন্দ করিতে লাগিলাম। -মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ أَنَّ خَيَّاطًا دَعَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ فَذَهَبْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَّبَ خُبْزَ شَعِيرٍ وَمَرَقًا فِيهِ دُبَّاءُ وَقَدِيدٌ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَيِ الْقَصْعَةِ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدباءَ بعد يومِئذٍ
হাদীসের ব্যাখ্যা:
খাবার জিনিস বিভিন্ন প্রকারের হইলে তাহা বরতনের চারি দিক হইতে খাওয়ার মধ্যে কোন দোষ নাই। শুধু কদুর ব্যাপার নহে, সাহাবায়ে কেরামগণ জীবনের সর্বক্ষেত্রে হুযুর (ﷺ)-এর অনুসরণে নিবেদিতপ্রাণ ছিলেন।
