মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৮১
প্রথম অনুচ্ছেদ
৪১৮১। হযরত আমর ইবনে উমাইয়্যা (রাঃ) হইতে বর্ণিত, তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকরীর পাজরের গোশত স্বহস্তে কাটিয়া খাইতে দেখেন। এমন সময় নামাযের জন্য আহ্বান করা হইলে তিনি গোশতের টুকরা এবং যেই ছুরি দ্বারা কাটিয়া খাইতেছিলেন উহা রাখিয়া দিলেন এবং গিয়া নামায আদায় করিলেন। অথচ তিনি (নূতনভাবে) ওযু করেন নাই। —মোত্তাঃ
وَعَن عَمْرو بنِ أُميَّةَ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يحتزمن كتف الشَّاة فِي يَدِهِ فَدُعِيَ إِلَى الصَّلَاةِ فَأَلْقَاهَا وَالسِّكِّينَ الَّتِي يَحْتَزُّ بِهَا ثُمَّ قَامَ فَصَلَّى وَلَمْ يتَوَضَّأ
হাদীসের ব্যাখ্যা:
ওযু অবস্থায় আগুনে রাঁধা কোন জিনিস খাইলে বা পান করিলে যে ওযু ভঙ্গ হয় না; অত্র হাদীসে তাহা পরিষ্কারভাবে বুঝা যায়। আর ইহাও বুঝা যায় যে, প্রয়োজনে ছুরি দ্বারা কাটিয়া খাওয়া জায়েয আছে।
