মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪১৭৯
প্রথম অনুচ্ছেদ
৪১৭৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলেন: তালবীনা পীড়িত ব্যক্তির অন্তরে প্রশান্তি আনে এবং দুশ্চিন্তার কিছুটা লাঘব করে। -মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «التَّلْبِينَةُ مُجِمَّةٌ لِفُؤَادِ الْمَرِيضِ تَذْهَبُ بِبَعْض الْحزن»

হাদীসের ব্যাখ্যা:

তালবীনা তরল ও লঘুপাক এক জাতীয় খাদ্য। মিহি ময়দা, দুধ ও মধু ইত্যাদি বিভিন্ন উপকরণে প্রস্তুত করা হয়। لبن অর্থ, দুধ বা দধি। পাকানোর পরও উহা দুধের ন্যায় তরল ও সাদা দেখায়। তাই উহার তালবীনা নামকরণ হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান