মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৮৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৮৭। কাবীসা ইবনে হোলব তাঁহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, আমি নবী (ﷺ)কে নাসারাদের খাদ্যদ্রব্য সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। অপর এক রেওয়ায়তের মধ্যে আছে, জনৈক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল এবং বলিল, এমন কিছু খাদ্য আছে যাহাতে আমি সংকোচ বোধ করি। উত্তরে তিনি বলিলেনঃ খাদ্যের ব্যাপারে তোমার অন্তরে কোন প্রকারের দ্বিধা-সংকোচ থাকা উচিত নহে, অন্যথায় তুমি ইহাতে নাসারাদের সদৃশ হইয়া যাইবে। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَنْ قَبِيصَةَ بْنِ هُلْبٍ عَنْ أَبِيهِ قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ طَعَامِ النَّصَارَى وَفِي رِوَايَةٍ: سَأَلَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّ مِنَ الطَّعَامِ طَعَامًا أَتَحَرَّجُ مِنْهُ فَقَالَ: «لَا يَتَخَلَّجَنَّ فِي صَدْرِكَ شَيْءٌ ضَارَعْتَ فِيهِ النَّصْرَانِيَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

খাদ্যদ্রব্য হইল একটি মোবাহ্ জিনিস। সুতরাং অহেতুক উহার মধ্যে সন্দেহ পোষণ করা উচিত নহে। উপরন্তু ইহা নাসারাদেরই রীতি। মূলত আহলে কিতাবদের হালাল বস্তুগুলি আমাদের জন্যও হালাল। প্রশ্নকারী লোকটি ছিলেন হযরত আদী ইবনে হাতেম। ইসলামের পূর্বে তিনি ছিলেন নাসারা ধর্মাবলম্বী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৮৭ | মুসলিম বাংলা