মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৮৬
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৮৬। হযরত আবু সা'লাবা খোশানী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা ভ্রাম্যমাণ লোক। প্রায়শ ইয়াহুদী, নাসারা এবং মজুসীদের জনপদ দিয়া যাইতে হয়, তখন আমরা তাহাদের বাসন-কোষণ ব্যতীত অন্য কিছু পাই না। তিনি বলিলেনঃ যদি তোমরা তাহাদের পাত্র ব্যতীত অন্য কোন পাত্র না পাও, তখন উহাকে খুব উত্তমরূপে পানি দ্বারা ধৌত করিয়া লও। অতঃপর উহাতে খাও এবং পান কর। -তিরমিযী
كتاب الصيد والذبائح
وَعَن أبي ثَعْلَبَة الْخُشَنِي قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا أَهْلُ سفر تمر الْيَهُود وَالنَّصَارَى وَالْمَجُوسِ فَلَا نَجِدُ غَيْرَ آنِيَتِهِمْ قَالَ: «فَإِنْ لَمْ تَجِدُوا غَيْرَهَا فَاغْسِلُوهَا بِالْمَاءِ ثُمَّ كلوا فِيهَا وَاشْرَبُوا» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান