মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৮৮
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৮৮। হযরত আবুদ্দারদা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মুজাসসামা খাইতে নিষেধ করিয়াছেন। আর উহা হইল, পশু বা পাখীকে বাঁধিয়া দূর হইতে তীর ছুঁড়িয়া হত্যা করা। – তিরমিযী
كتاب الصيد والذبائح
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ الْمُجَثَّمَةِ وهيَ الَّتِي تُصْبَرُ بالنَّبلِ. رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান