মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০৬২
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ)-এর বর্ণনা
৪০৬২। হযরত মালেক ইবনে আওস ইবনে হাদাসান (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, (এক সময় হযরত আলী ও হযরত আব্বাস [রাঃ]-এর মধ্যে নবী [ﷺ]-এর পরিত্যক্ত সম্পদের মীরাস লইয়া বিবাদ দেখা দেয়। হযরত ওমর [রাঃ]-এর নিকট উহার মীমাংসা পেশ করা হইলে) হযরত ওমর (রাঃ) এইভাবে দলীল পেশ করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট তাঁহার ব্যক্তিগত ব্যবহারে তিনটি ভূমি ছিল। বনী নযীর, খায়বার ও ফাদাক ভূমি। অবশ্য বনী নযীরের আয় হইতে তিনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ করিতেন। ফাদাক ভূমির আয় মুসাফিরদের জন্য রক্ষিত ছিল। কিন্তু খায়বারের আয়কে রাসূলুল্লাহ (ﷺ) তিন ভাগে বিভক্ত করিয়া নিয়াছিলেন। দুই ভাগ মুসলমান সাধারণের জন্য এবং এক ভাগ নিজের পরিবার পরিজনের খোরপোষে ব্যয় করিতেন। ইহার পরও তাহার পরিবারের খরচ হইতে যদি কিছু অবশিষ্ট থাকিত, তাহা দরিদ্র মুহাজেরীনদের মধ্যে বিতরণ করিয়া দিতেন। – আবু দাউদ
وَعنهُ قَالَ: كانَ فِيمَا احتجَّ فيهِ عُمَرُ أَنْ قَالَ: كَانَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثُ صَفَايَا بَنُو النَّضِيرِ وخيبرُ وفَدَكُ فَأَمَّا بَنُو النَّضِيرِ فَكَانَتْ حَبْسًا لِنَوَائِبِهِ وَأَمَّا فَدَكُ فَكَانَتْ حَبْسًا لِأَبْنَاءِ السَّبِيلِ وَأَمَّا خَيْبَرُ فَجَزَّأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ أَجزَاء: جزأين بينَ المسلمينَ وجزءً نَفَقَةً لِأَهْلِهِ فَمَا فَضُلَ عَنْ نَفَقَةِ أَهْلِهِ جَعَلَهُ بَيْنَ فُقَرَاءِ الْمُهَاجِرِينَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
গনীমতের সম্পদ হইতে ইমাম নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য যাহা নির্দিষ্ট করিয়া লয় উহাকে বলা হয়। বিতরণের পূর্বে এইভাবে কোন দাস-দাসী, ঘোড়া কিংবা তলোয়ার ইত্যাদি নিজের জন্য নির্দিষ্ট করিয়া লওয়া কেবলমাত্র নবীর বৈশিষ্ট্য। খলীফা বা অন্য কাহারো জন্য জায়েয নাই, আর উহা খুমুসের অতিরিক্ত।
