মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৬১
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ)-এর বর্ণনা
৪০৬১। হযরত মালেক ইবনে আওস ইবনে হাদাসান (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত ওমর (রাঃ) إِنَّما الصَّدَقاتُ للفقراءِ والمساكينِ এই আয়াতটি عَلِيمٌ حَكِيمٌ পর্যন্ত পাঠ করিয়া বলিলেন, যাকাত কেবলমাত্র এই আয়াতে বর্ণিত খাতসমূহের জন্যই নির্ধারিত। অতঃপর وَاعْلَمُوا أَنَّ مَا غَنِمْتُمْ مِنْ شيءٍ فإنَّ للَّهِ خُمُسَه وللرَّسولِ এই আয়াতটি وابنِ السَّبِيلِ পর্যন্ত পাঠ করিয়া বলিলেন, গনীমতের এক পঞ্চমাংশ (খুমুস) যাহা এই আয়াতের মধ্যে উল্লেখ রহিয়াছে, উহা শুধুমাত্র নবী (ﷺ)-এর নিকটতম আত্মীয়-স্বজনের প্রাপ্য অধিকার। অতঃপর তিনি مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقرى এই আয়াতটি للفقراءِ পর্যন্ত পাঠ করিলেন। অতঃপর والذينَ جاؤوا منْ بعدِهِم এই আয়াতটি তেলাওয়াত করিয়া বলিলেন, এই আয়াত সমস্ত মুসলমানদিগকে অন্তর্ভুক্ত করিয়াছে। (অর্থাৎ, ফায়-এর মধ্যে সমস্ত মুসলমানের অধিকার রহিয়াছে।) সুতরাং যদি আমি বাঁচিয়া থাকি তাহা হইলে (ঐ দূরপ্রান্তে) সারবে হিমইয়ার নামক স্থানে যে রাখাল বসবাস করিতেছে, তাহার কাছেও তাহার অংশ অবশ্যই পৌঁছিয়া যাইবে, অথচ এই সম্পদ অর্জন করিতে তাহার কপালের ঘাম ঝরিবে না। (অর্থাৎ, তাহাকে কোন প্রকার পরিশ্রম করিতে হইবে না।) — শরহে সুন্নাহ্
وَعَنْهُ قَالَ: قَرَأَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنهُ: (إِنَّما الصَّدَقاتُ للفقراءِ والمساكينِ)

حَتَّى بَلَغَ (عَلِيمٌ حَكِيمٌ)

فَقَالَ: هَذِهِ لِهَؤُلَاءِ. ثُمَّ قَرَأَ (وَاعْلَمُوا أَنَّ مَا غَنِمْتُمْ مِنْ شيءٍ فإنَّ للَّهِ خُمُسَه وللرَّسولِ)

حَتَّى بلغَ (وابنِ السَّبِيلِ)

ثُمَّ قَالَ: هَذِهِ لِهَؤُلَاءِ. ثُمَّ قَرَأَ (مَا أَفَاءَ اللَّهُ عَلَى رَسُولِهِ مِنْ أَهْلِ الْقرى)

حَتَّى بلغَ (للفقراءِ)

ثمَّ قرأَ (والذينَ جاؤوا منْ بعدِهِم)

ثُمَّ قَالَ: هَذِهِ اسْتَوْعَبَتِ الْمُسْلِمِينَ عَامَّةً فَلَئِنْ عِشْتُ فَلَيَأْتِيَنَّ الرَّاعِيَ وَهُوَ بِسَرْوِ حِمْيَرَ نَصِيبُهُ مِنْهَا لَمْ يَعْرَقْ فِيهَا جَبِينُهُ. رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

হযরত ওমর (রাঃ)-এর বক্তব্যের তাৎপর্য হইল, সম্পদের আয়ের উৎস যেমন আলাদা আলাদা, কাজেই উহার ব্যয়ের খাতও পৃথক পৃথক। তবে সমস্ত হকদার বিপন্ন কাংগালদিগকেও তাহাদের প্রাপ্য অধিকার নিশ্চিতভাবে পৌঁছাইতে হইবে, যদিও সে দূর দূরান্তের অধিবাসী হয়। এমন কি যদি সে একজন সাধারণ রাখাল, নিজেকে হীন দুর্বল ধারণা করিয়া এই মাল নিতে সংকোচ বোধ করে, তাহার অংশও তাহাকে পৌঁছাইতে হইবে। সারবে হিমইয়ার মদীনা হইতে বহু দূর, দুর্গম পথ ইয়ামেন দেশের নিকটবর্তী একটি জায়গার নাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৬১ | মুসলিম বাংলা