মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৬০
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ)-এর বর্ণনা
৪০৬০। হযরত মালেক ইবনুল আওস ইবনে হাদাসান (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) ফায় সম্পর্কে আলোচনা করিয়া বলিলেন, এই ফায়-এর মধ্যে আমার অধিকার তোমাদের চাইতে বেশী নহে। এবং এই মালের মধ্যে তোমাদের কেহই অন্যের চাইতে অধিক হকদার নহে; বরং আল্লাহর কিতাবের বিবরণ ও তাঁহার রাসূল (ﷺ)-এর বন্টননীতি মোতাবেক আমাদের মর্যাদার পার্থক্য রহিয়াছে। অতএব, কোন ব্যক্তি প্রথম সারির প্রবীণ মুসলমান, আবার কেহ আছে বহু যুদ্ধ-জেহাদে তাহার শ্রম-সাধনা ব্যয় করিয়াছে। আবার কেহ এমনও আছে, যাহার পরিবারস্থ লোকসংখ্যা বেশী এবং এমন লোকও আছে যাহার প্রয়োজন অত্যধিক। (মোটকথা, এই সব কিছুর ভিত্তিতে অংশের মধ্যে তারতম্য হইতে পারে।) — আবু দাউদ
وَعَن مالكِ بن أوسِ بن الحدَثانِ قَالَ: ذكر عمر بن الْخطاب يَوْمًا الْفَيْءَ فَقَالَ: مَا أَنَا أَحَقُّ بِهَذَا الْفَيْءِ مِنْكُمْ وَمَا أَحَدٌ مِنَّا بِأَحَقَّ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا أَنَّا عَلَى مَنَازِلِنَا مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَقَسْمِ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَالرَّجُلُ وَقِدَمُهُ وَالرَّجُلُ وَبَلَاؤُهُ وَالرَّجُلُ وَعِيَالُهُ وَالرَّجُلُ وَحَاجَتُهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

হযরত ওমর (রাঃ)-এর আলোচনা হইতে ইহাই প্রতীয়মান হয় যে, ফায় হইতে খুমুস লওয়া হইবে না, বরং সমস্ত মুসলমানের অধিকার সমান। অবশ্য তারতম্য হইতে পারে কেবল মাত্র কোরআনের নির্দেশ ও রাসূলের বন্টননীতির ভিত্তিতে। যেমন, মুহাজির ও আনসারদের হক সম্পর্কে আল্লাহর কালামে অগ্রাধিকার দিয়া বলা হইয়াছেঃ

لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِن دِيَارِهِمْ ـ وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ

আর আল্লাহর নবী আসহাবে বদর, আসহাবে বায়আতে রিদওয়ান, জেহাদে অধিক অংশগ্রহণকারী ও পরিবারের লোকসংখ্যা বেশী ইত্যাদির ভিত্তিতে অংশের মধ্যে তারতম্য করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৬০ | মুসলিম বাংলা