মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৫৯
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ)-এর বর্ণনা
৪০৫৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একবার নবী (ﷺ)-এর নিকট রং্গিন পাথর বা নাগীনা ভর্তি একটা থলি আনা হইল। তিনি সেইগুলি আযাদ নারী ও বাদীদের মধ্যে বণ্টন করিয়া দিলেন। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমার পিতা (হযরত আবু বকর)-ও আযাদ ও গোলামের জন্য বণ্টন করিতেন। – আবু দাউদ
وَعَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى بطبية فِيهَا خَرَزٌ فَقَسَمَهَا لِلْحُرَّةِ وَالْأَمَةِ قَالَتْ عَائِشَةُ: كَانَ أَبِي يَقْسِمُ لِلْحُرِّ وَالْعَبْدِ. رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৫৯ | মুসলিম বাংলা