মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৫৪
لَيْسَ فِيهِ إِلَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ «لَا تَكُونُ قِبْلَتَانِ» وَقَدْ مَرَّ فِي بَاب الْجِزْيَة
এই অধ্যায়ে হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণিত “দুই কেবলার লোক একত্রে থাকিতে পারে না”, এই হাদীস ছাড়া অন্য কোন হাদীস বর্ণিত হয় নাই। আর উক্ত হাদীসটি পিছনে জিযিয়ার অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে।
১০. তৃতীয় অনুচ্ছেদ - আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন
হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত যে, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) হেজায (আরব) ভূখণ্ড হইতে ইয়াহুদী ও নাসারাদিগকে বিতাড়িত করিয়াছেন। (প্রকৃত ব্যাপার হইল,) যখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার জয় করেন, তখন সেইখানের ইয়াহুদীদিগকে তথা হইতে বহিষ্কার করিতে ইচ্ছা করিয়াছিলেন। কেননা, যেই জায়গা তিনি জয় করিতেন, সেই জায়গা আল্লাহ্, তাঁহার রাসূল ও সমস্ত মুসলমানদের অধিকারে আসিয়া যায়। তখন ইয়াহুদীরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করিল, এই শর্তে তাহাদিগকে সেইখানে বহাল রাখা হউক যে, তাহারা নিজেদের শ্রমের বিনিময়ে ফসলের অর্ধেক লাভ করিবে। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: আমরা যতদিন চাহিব, ততদিন তোমাদিগকে বহাল রাখিব। ফলে তাহারা সেইখানে থাকিয়া গেল। অবশেষে হযরত ওমর (রাঃ) তাঁহার খেলাফতকালে তাহাদিগকে তাইমা ও আরীহার দিকে বিতাড়িত করিয়া দিলেন। —মোত্তাঃ
عَنِ ابْنِ عُمَرَ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَجْلَى الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ أَرْضِ الْحِجَازِ وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا ظَهَرَ عَلَى أَهْلِ خَيْبَرَ أَرَادَ أَنْ يُخْرِجَ الْيَهُودَ مِنْهَا وَكَانَتِ الْأَرْضُ لَمَّا ظُهِرَ عَلَيْهَا لِلَّهِ وَلِرَسُولِهِ وَلِلْمُسْلِمِينَ فَسَأَلَ الْيَهُودُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتْرُكَهُمْ عَلَى أَنْ يَكْفُوا الْعَمَلَ وَلَهُمْ نِصْفُ الثَّمَرِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نُقِرُّكُمْ على ذَلِك مَا شِئْنَا» فَأُقِرُّوا حَتَّى أَجْلَاهُمْ عُمَرُ فِي إِمارته إِلى تَيماءَ وأريحاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৫৪ | মুসলিম বাংলা