মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০৫৩
১০. প্রথম অনুচ্ছেদ - আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন
৪০৫৩। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আন্হু আমাকে বলিয়াছেন যে, তিনি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছেন, নিশ্চয়, আমি আরব উপদ্বীপ হইতে ইয়াহুদী ও নাসারাদিগকে বহিষ্কার করিব, এমন কি মুসলমান ব্যতীত কাহাকেও এইখানে রাখিব না। – মুসলিম
অপর এক রেওয়ায়তে আছে, যদি আমি বাচিয়া থাকি ইন্শাআল্লাহ্ আরব উপদ্বীপ হইতে ইয়াহুদী ও নাসারাদিগকে নিশ্চয়ই বাহির করিয়া দিব।
অপর এক রেওয়ায়তে আছে, যদি আমি বাচিয়া থাকি ইন্শাআল্লাহ্ আরব উপদ্বীপ হইতে ইয়াহুদী ও নাসারাদিগকে নিশ্চয়ই বাহির করিয়া দিব।
وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: أَخْبَرَنِي عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لأخرِجنَّ اليهودَ والنصَارى من جزيرةِ الْعَرَب حَتَّى لَا أَدَعَ فِيهَا إِلَّا مُسْلِمًا» . رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةٍ: «لَئِنْ عِشْتُ إِنْ شَاءَ اللَّهُ لَأُخْرِجَنَّ الْيَهُودَ وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ»
الْفَصْلُ الثَّانِي
لَيْسَ فِيهِ إِلَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ «لَا تَكُونُ قِبْلَتَانِ» وَقَدْ مَرَّ فِي بَاب الْجِزْيَة
الْفَصْلُ الثَّانِي
لَيْسَ فِيهِ إِلَّا حَدِيثُ ابْنِ عَبَّاسٍ «لَا تَكُونُ قِبْلَتَانِ» وَقَدْ مَرَّ فِي بَاب الْجِزْيَة
