মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৫২
১০. প্রথম অনুচ্ছেদ - আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন
৪০৫২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ওফাতের সময়) তিনটি বিষয়ে অসীয়ত করিয়াছেন। তিনি বলিয়াছেন, আরব উপদ্বীপ হইতে মুশরিকদিগকে বহিষ্কার করিবে। দ্রুত বা প্রতিনিধিদলকে আমি যেইভাবে উপঢৌকন প্রদান করিতাম, তোমরাও অনুরূপভাবে উপঢৌকন প্রদান করিবে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, তৃতীয়টি হইতে হুযূর (ছাঃ) নিজে নীরব রহিয়াছেন, অথবা তিনি তো বলিয়াছেন; কিন্তু আমাকে উহা ভুলাইয়া দেওয়া হইয়াছে। (তবে ইমাম মালেক [রহঃ] বলিয়াছেন, তৃতীয়টি হইল, “আমার কবরকে ইবাদতের জন্য বুৎখানায় পরিণত করিও না।”) — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم أَوْصَى بِثَلَاثَةٍ: قَالَ: «أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ وَأَجِيزُوا الْوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» . قَالَ ابْنُ عَبَّاسٍ: وَسَكَتَ عَن الثَّالِثَة أَو قَالَ: فأنسيتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৫২ | মুসলিম বাংলা