মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০৫১
১০. প্রথম অনুচ্ছেদ - আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন
৪০৫১। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা ওমর (রাঃ) বক্তৃতা দিতে দাড়াইয়া বলিলেন, অবশ্য রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের ইয়াহুদীদিগকে শর্ত অনুযায়ী তাহাদের খামারে কাজ করার জন্য সুযোগ দিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আল্লাহ্ যতদিন তোমাদিগকে এইস্থানে রাখিবেন, আমরাও ততদিন তোমাদিগকে বহাল রাখিব। (হযরত ওমর [রাঃ] বলেন,) আমি এখন তাহাদিগকে বহিষ্কার করিতে সংকল্প করিয়াছি। (ইহাতে তোমাদের মত কি?) অবশেষে যখন হযরত ওমর (রাঃ) এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তখন বনী আবুল হোকাইক গোত্রের এক ইয়াহুদী আসিয়া বলিল, হে আমীরুল মু'মেনীন! আপনি কি আমাদিগকে বহিষ্কার করিবেন ? অথচ হযরত মুহাম্মাদ (ছাঃ) আমাদিগকে এই জায়গায় অবস্থান করিবার অনুমতি দিয়াছেন এবং আমাদিগকে আমাদের মাল-সম্পদের উপর বহাল রাখিয়া একটা চুক্তিও করিয়াছেন। উত্তরে হযরত ওমর (রাঃ) বলিলেন, তুমি কি ধারণা কর যে, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি ভুলিয়া গিয়াছি ? (যাহা তিনি তোমাকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন।) তখন তোমার অবস্থা কি হইবে! যখন তোমাকে খায়বার হইতে বহিষ্কার করা হইবে, আর তোমার উটগুলি তোমাকে নিয়া রাতের পর রাত ছুটিতে থাকিবে? লোকটি বলিল, উহা তো আবুল কাসেম (ছাঃ)-এর কৌতুকময় উক্তি ছিল। তখন হযরত ওমর (রাঃ) ক্ষুব্ধ হইয়া বলিলেন, হে আল্লাহর দুশমন! তুমি মিথ্যা বলিতেছ। অতঃপর হযরত ওমর (রাঃ) তাহাদিগকে খায়বার হইতে বিতাড়িত করেন এবং তিনি উট ও অন্যান্য আসবাবপত্র যেমন, উটের পৃষ্ঠে বসার পালান ও রশি ইত্যাদির মাধ্যমে তাহাদের ফল ফসলাদির মূল্য আদায় করিয়া দেন। বুখারী
وَعَن ابْن عمر قَالَ: قَامَ عُمَرُ خَطِيبًا فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَامَلَ يَهُودَ خَيْبَرَ عَلَى أَمْوَالِهِمْ وَقَالَ: «نُقِرُّكُمْ مَا أَقَرَّكُمُ اللَّهُ» . وَقَدْ رَأَيْتُ إِجْلَاءَهُمْ فَلَمَّا أَجْمَعَ عُمَرُ عَلَى ذَلِكَ أَتَاهُ أَحَدُ بَنِي أَبِي الحُقَيقِ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَتُخْرِجُنَا وَقَدْ أَقَرَّنَا مُحَمَّدٌ وَعَامَلَنَا عَلَى الْأَمْوَالِ؟ فَقَالَ عُمَرُ: أَظْنَنْتَ أَنِّي نَسِيتُ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ بِكَ إِذَا أُخْرِجْتَ مِنْ خَيْبَرَ تَعْدُو بِكَ قَلُوصُكَ لَيْلَةً بَعْدَ لَيْلَةٍ؟» فَقَالَ: هَذِهِ كَانَتْ هُزَيْلَةً مِنْ أَبِي الْقَاسِمِ فَقَالَ كَذَبْتَ يَا عَدُوَّ اللَّهِ فَأَجْلَاهُمْ عُمَرُ وَأَعْطَاهُمْ قِيمَةَ مَا كَانَ لَهُمْ مِنَ الثَّمَرِ مَالًا وَإِبِلًا وَعُرُوضًا مِنْ أَقْتَابٍ وَحِبَالٍ وَغَيْرِ ذَلِكَ. رَوَاهُ الْبُخَارِيُّ
হাদীসের ব্যাখ্যা:
ইয়াহুদীদিগকে খায়বার এলাকা তথা আরব ভূখণ্ড হইতে বহিষ্কার করার কারণ এই দাঁড়াইয়াছিল যে, একবার হযরত আবদুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) খায়বার এলাকায় তাঁহার বিষয় সম্পত্তি দেখা শুনার উদ্দেশ্যে গমন করেন এবং সেইখানে রাত্রি যাপন করেন। রাত্রে তিনি এক ঘরের ছাদে ঘুমাইতেছিলেন, ইয়াহুদীরা ষড়যন্ত্র করিয়া তাঁহাকে ঘুমন্ত অবস্থায় ছাদের নীচে ফেলিয়া দেয়, ফলে তিনি মারাত্মকভাবে আহত হন। এই ধরনের আরও বিভিন্ন বিশ্বাসঘাতকতার ঘটনার প্রেক্ষিতে হযরত ওমর (রাঃ) তাহাদিগকে আরব ভূখণ্ড হইতে বিতাড়িত করেন।
