মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৫০
১০. প্রথম অনুচ্ছেদ - আরব ভূখণ্ড হতে ইয়াহুদীদের বিতাড়ন
৪০৫০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা মসজিদে (নববীতে বসা ছিলাম। এমন সময় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (হুজরা হইতে) বাহিরে আসিয়া বলিলেন: ইয়াহুদীদের নিকট চলো। সুতরাং আমরা তাঁহার সঙ্গে রওয়ানা হইলাম এবং তাহাদের শিক্ষালয়ে আসিলাম। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথায় দাড়াইয়া বলিলেন, হে ইয়াহুদী সম্প্রদায়! তোমরা ইসলাম গ্রহণ কর, নিরাপদে থাকিবে। জানিয়া রাখ, গোটা বিশ্বভূখণ্ড আল্লাহ্ ও তাঁহার রাসূলের অধিকারে। আমি তোমাদিগকে এই ভূখণ্ড (তথা আরব উপদ্বীপ) হইতে বহিষ্কার করার সংকল্প করিয়াছি। অতএব, তোমরা কোন জিনিস বিক্রয় করিতে চাহিলে তাহা বিক্রি করিতে পার। (অন্যথায় এমনিই ছাড়িয়া যাইতে হইবে।) — মোত্তাঃ
بَابُ إِخْرَاجِ الْيَهُوْدِ مِنْ جَزِيْرَةِ الْعَرَبِ: الْفَصْلُ الأول
عَن أبي هُرَيْرَة قَالَ: بَيْنَا نَحْنُ فِي الْمَسْجِدِ خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْطَلِقُوا إِلَى يهود» فخرجنا مَعَه حَتَّى جِئْنَا بَيت الْمدَارِس فَقَامَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا مَعْشَرَ يَهُودَ أَسْلِمُوا تَسْلَمُوا اعْلَمُوا أَنَّ الْأَرْضَ لِلَّهِ وَلِرَسُولِهِ وَأَنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الْأَرْضِ. فَمَنْ وَجَدَ مِنْكُمْ بِمَالِهِ شَيْئا فليبعه»

হাদীসের ব্যাখ্যা:

আরবদেশ এশিয়ার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি বিশাল উপদ্বীপ এবং ঊষর মরু দেশসমূহের অন্যতম। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা, এই তিনটি মহাদেশের সংযোগস্থলে আরবদেশ অবস্থিত। ইহার তিন দিকে সমুদ্র ও এক দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত বলিয়া আরবরা ইহাকে জাযিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলিয়া থাকে। জল ও স্থলের এই বেষ্টনীর জন্য আরবদেশ সমগ্র বিশ্ব হইতে কিছুটা বিচ্ছিন্ন। ভূ-তাত্ত্বিকগণ সমগ্র আরবদেশটিকে পাঁচ ভাগে বিভক্ত করিয়াছেন। যেমনঃ হেজায, নাজদ, ইয়ামেন, তেহামা ও আরূয়। অবশ্য সমগ্র সিরিয়া ও মেসোপটেমিয়ার মরু অঞ্চলকেও আরবের অংশ বলা হয়। এই অধ্যায়ের মধ্যে শুধু ইয়াহুদী বলা হইলেও সমস্ত ওলামাদের মতে নাসারা, মুশরিক ও মজুসীসহ সকলের সম্পর্কে এইখানে আলোচনা করা হইয়াছে এবং হুযূর (ﷺ) ইহাদের সকলকে আরব ভূখণ্ড হইতে বহিষ্কার করার নির্দেশ দিয়াছেন। অবশেষে হযরত ওমর (রাঃ)-এর যমানায় তাহাদিগকে তথা হইতে বিতাড়িত করা হইয়াছে। তবে ইমাম শাফেয়ী এবং আরও অনেক ওলামাদের মতে এখানে আরব ভূখণ্ডের দ্বারা শুধু হেজায অর্থাৎ, মক্কা, মদীনা এবং উহাদের সহিত সংযুক্ত এলাকা বুঝান হইয়াছে। সমগ্র আরব ভূখণ্ড নহে।

বায়তুল মিদরাস— ইয়াহুদীদের ধর্মগুরুর অবস্থান ঘর। অথবা ধর্মীয় শিক্ষাগার, দ্বিতীয় অর্থটিই অধিক সমর্থিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৫০ | মুসলিম বাংলা