মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০৪৪
৯. প্রথম অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত যে, কুরাইশরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি করিল। উহাতে তাহারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই শর্ত আরোপ করিল যে, যদি তোমাদের (মুসলমানদের) কোন লোক আমাদের কাছে (মক্কায়) আসে, তবে তাহাকে আমরা (তোমাদের কাছে) ফেরত দিব না। আর আমাদের (কুরাইশদের) কোন লোক তোমাদের কাছে (মদীনায়) গেলে তবে তোমরা তাহাকে (আমাদের কাছে) ফেরত দিতে বাধ্য থাকিবে। ইহা শুনিয়া সাহাবাগণ (ক্ষোভের সাথে) বলিয়া উঠিলেন, ইয়া রাসুলাল্লাহ্! আপনি কি এই শর্তও লিখিয়া লইবেন? হুযূর (ছাঃ) দৃঢ়তার সাথে জওয়াব দিলেন, হ্যাঁ। কেননা, আমাদের নিকট হইতে যে ব্যক্তি তাহাদের কাছে (স্বেচ্ছায় গিয়াছে তাহাকে আল্লাহ্ স্বীয় রহমত হইতে বঞ্চিত করিয়াছেন। (কারণ, মুরতাদ ব্যক্তিই এরূপে যাইতে পারে।) আর তাহাদের যেই লোক আমাদের কাছে আসিবে (তাহাকে ফেরত দিলেও) আশা করা যায়, আল্লাহ্ তা'আলা অচিরেই তাহার মুক্তির একটা পথ উন্মুক্ত করিয়া দিবেন। (কারণ, সে হইবে মুসলমান।) — মুসলিম
وَعَن أنس: أَنَّ قُرَيْشًا صَالَحُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاشْتَرَطُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ مَنْ جَاءَنَا مِنْكُمْ لَمْ نَرُدَّهُ عَلَيْكُمْ وَمَنْ جَاءَكُمْ مِنَّا رَدَدْتُمُوهُ عَلَيْنَا فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَنَكْتُبُ هَذَا؟ قَالَ: «نَعَمْ إِنه من ذهبَ منَّا إِليهم فَأَبْعَدَهُ اللَّهُ وَمَنْ جَاءَنَا مِنْهُمْ سَيَجْعَلُ اللَّهُ لَهُ فرجا ومخرجاً» . رَوَاهُ مُسلم
