মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৪৩
৯. প্রথম অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৩। হযরত বারা ইবনে আযেব (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোদাইবিয়ার দিন মুশরিকদের সঙ্গে তিনটি শর্তের উপর চুক্তি সম্পাদন করিয়াছিলেন। এক—মক্কার কোন মুশরিক (ইসলাম গ্রহণ করিয়া) তাহার নিকট (মদীনায় ) আসিলে তাহাকে কুরাইশদের নিকট ফেরত দিতে হইবে। আর মদীনা হইতে কোন মুসলমান (মুরতাদ হইয়া) তাহাদের কাছে (মক্কায় আসিলে তাহাকে মুসলমানদের কাছে ফেরত দিতে হইবে না। দুই—আগামী বৎসর মুসলমানেরা মাত্র তিন দিনের জন্য মক্কায় আসিতে পারিবেন। তিন—মক্কায় প্রবেশকালে সমরাস্ত্র, তলোয়ার এবং তীর-ধনুক ইত্যাদি কোষবদ্ধ রাখিতে হইবে। সন্ধিপত্র সম্পাদিত হওয়ার পরক্ষণেই (সোহাইল ইবনে আমরের পুত্র) আবু জান্দাল হাত-পায়ে বেড়ি পরা অবস্থায় সেইখানে আসিয়া উপস্থিত হইল। কিন্তু (সন্ধিপত্রের শর্ত মোতাবেক) নবী (ছাঃ) তাহাকে মুশরিকদের নিকট ফেরত দেন। -মোত্তাঃ
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: صَالَحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُشْرِكِينَ يَوْمَ الْحُدَيْبِيَةِ عَلَى ثَلَاثَةِ أَشْيَاءَ: عَلَى أَنَّ مَنْ أَتَاهُ مِنَ الْمُشْرِكِينَ رَدَّهُ إِلَيْهِمْ وَمَنْ أَتَاهُمْ مِنَ الْمُسْلِمِينَ لَمْ يَرُدُّوهُ وَعَلَى أَنْ يَدْخُلَهَا مِنْ قَابِلٍ وَيُقِيمَ بِهَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَا يَدْخُلَهَا إِلَّا بِجُلُبَّانِ السِّلَاحِ وَالسَّيْفِ وَالْقَوْسِ وَنَحْوِهِ فَجَاءَ أَبُو جَنْدَلٍ يَحْجِلُ فِي قُيُودِهِ فَرده إِلَيْهِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৪৩ | মুসলিম বাংলা