মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৪৫
৯. প্রথম অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি নারীদের বায়আত সম্পর্কে বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অনুযায়ী তাহাদের পরীক্ষা করিতেন : يَاأَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ - الايه অর্থঃ “হে নবী! যখন মু'মিন রমণীগণ আপনার কাছে বায়আত করিতে আসে, (আয়াতের শেষ পর্যন্ত।)" তাহাদের মধ্যে যাহারা এই শর্ত মানিয়া লইত, তখন নবী (ছাঃ) তাহাদিগকে মুখে বলিয়া দিতেন, আমি তোমার বায়আত গ্রহণ করিলাম। আল্লাহর কসম! বায়আত গ্রহণকালে তাহার হাত কখনও কোন রমণীর হাতকে স্পর্শ করে নাই। (বরং তিনি কেবলমাত্র কথার দ্বারা বায়আত গ্রহণ করিতেন)। মোত্তাঃ
وَعَن عَائِشَة قَالَتْ فِي بَيْعَةِ النِّسَاءِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْتَحِنُهُنَّ بِهَذِهِ الْآيَة: (يَا أيُّها النبيُّ صلى الله عَلَيْهِ وَسلم إِذا جاءكَ المؤمناتُ يبايِعنَكَ)

فَمَنْ أَقَرَّتْ بِهَذَا الشَّرْطِ مِنْهُنَّ قَالَ لَهَا: «قَدْ بَايَعْتُكِ» كَلَامًا يُكَلِّمُهَا بِهِ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৪৫ | মুসলিম বাংলা