মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০৪০
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - জিয্ইয়াহ্-এর বর্ণনা
৪০৪০। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! (জেহাদ উপলক্ষে) আমরা কখনো কখনো এমন জনপদ অতিক্রম করি, যাহারা আমাদের মেহমানদারী করে না, এমন কি আমাদের জন্য যে সহানুভূতি করা তাহাদের কর্তব্য তাহাও তাহারা পালন করে না। আর আমরাও জোরপূর্বক তাহাদের নিকট হইতে কিছুই আদায় করি না। (এমতাবস্থায় আমাদের কি করা উচিত?) উত্তরে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ যদি তাহারা (স্বেচ্ছায় তোমাদের প্রাপ্য আদায় করিতে) অস্বীকার করে, তবে বলপূর্বকই তাহা আদায় করিয়া লও। —তিরমিযী
كتاب الجهاد
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَمَرُّ بِقَوْمٍ فَلَا هُمْ يُضَيِّفُونَا وَلَا هُمْ يُؤَدُّونَ مَا لنا عَلَيْهِم منَ الحقِّ وَلَا نَحْنُ نَأْخُذُ مِنْهُمْ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ أَبَوْا إِلَّا أنْ تأخُذوا كُرهاً فَخُذُوا» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে উল্লেখিত قوم অর্থ, কওমে যিম্মী, যাহাদের উপর ইমাম বা শাসকের পক্ষ হইতে এই শর্ত আরোপ করা হইয়াছে যে, যদি কোন সময় মুসলমান মুজাহিদগণ তাহাদের এলাকায় গমন করে, তখন তাহাদের প্রয়োজনীয় আতিথেয়তা ও সহানুভূতি প্রদর্শন করিবে। কিন্তু যদি পূর্ব হইতে এমন কোন শর্ত আরোপিত না থাকে, আর আগমনকারীগণও আতিথেয়তার জন্য ব্যাকুল না হইয়া পড়ে, তখন অন্য ভাইয়ের মাল জোরপূর্বক লওয়া জায়েয নাই। অবশ্য স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে আতিথেয়তায় আগাইয়া আসিলে তাহা হইবে বদান্যতা।