মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৩৯
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - জিয্ইয়াহ্-এর বর্ণনা
৪০৩৯। হযরত হারব ইবনে উবায়দুল্লাহ্ (রঃ) হইতে বর্ণিত, তিনি তাঁহার নানা হইতে এবং তিনি তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ইহুদী ও নাসারাগণ দশমাংশ (উশর কর) দিতে বাধ্য থাকিবে; কিন্তু মুসলমানের উপর কোন উশর নাই। – আহমদ ও আবু দাউদ
وَعَنْ حَرْبِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ جَدِّهِ أبي أُمِّه عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا الْعُشُورُ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى وَلَيْسَ عَلَى الْمُسْلِمِينَ عُشُورٌ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

এইখানে উশর অর্থ, ভূমির উৎপাদনের যাকাত কিংবা সকার উশর নহে; বরং ব্যবসায়ী মালের উশর বা দশমাংশ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান