মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৩৮
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - জিয্ইয়াহ্-এর বর্ণনা
৪০৩৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ)-কে দুমাতুল জান্দালের রাজা উকাইদিরের বিরুদ্ধে অভিযানে পাঠাইলেন এবং তাঁহারা তাহাকে গ্রেফতার করিয়া রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট লইয়া আসিলেন। অতঃপর তিনি তাহার খুন মাফ করিয়া দিলেন এবং জিযিয়া আদায়ের শর্তে তাহার সাথে চুক্তি করিয়া লইলেন। –আবু দাউদ
وَعَن أنس قَالَ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى أُكَيْدِرِ دُومَةَ فَأَخَذُوهُ فَأَتَوْا بِهِ فَحَقَنَ لَهُ دَمَهُ وَصَالَحَهُ على الْجِزْيَة. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

দুমাহ্ তবুকের নিকটবর্তী সিরিয়ার একটি শহর। হুযূর (ﷺ) হযরত খালেদ (রাঃ)-কে চব্বিশজন অশ্বারোহীসহ এই অভিযানে পাঠাইয়াছিলেন। খালেদের সঙ্গীরা অতর্কিতে উকাইদিরকে গ্রেফতার করিয়া ফেলিলেন। হযরত খালেদ তাহাকে নিরাপত্তা প্রদান করিয়া হুযূর (ﷺ)-এর নিকট নিয়া আসিলেন। অবশেষে সে জিযিয়া প্রদানের চুক্তি সম্পাদন করিলে হুযূর (ﷺ) তাহাকে মুক্তি দিলেন এবং সাথে নিরাপত্তার ফরমানও লিখিয়া দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৩৮ | মুসলিম বাংলা