মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০৩৭
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - জিয্ইয়াহ্-এর বর্ণনা
৪০৩৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ একই ভূ-খণ্ডে (বিপরীতমুখী) দুই কেবলার লোক বসবাস করা সঙ্গত নহে এবং কোন মুসলমান হইতে জিযিয়া লওয়া হইবে না। — আহমদ, তিরমিযী ও আবু দাউদ
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَصْلُحُ قِبْلَتَانِ فِي أَرْضٍ وَاحِدَةٍ وَلَيْسَ عَلَى الْمُسْلِمِ جِزْيَةٌ» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
দুই কেবলা অর্থ, দুই ধর্মাবলম্বী লোক। অর্থাৎ, কোন মুসলমানের পক্ষে কোন কাফেরের জনপদে বসবাস করা উচিত নহে। কেননা, তাহাদের নিকট হইতে জিযিয়া কবুল করা হইতেছে বিধায় তাহাদের ধর্মীয় স্বাধীনতা থাকিবে। ফলে নিজেও নির্বিঘ্নে ইবাদত করিতে পারিবে না এবং তাহাদিগকেও বাধা দিতে পারিবে না। কোন মুসলমানের উপর জিযিয়া নাই—এই কথার তাৎপর্য হইল, যদি কোন অমুসলমান দেয় জিযিয়া পরিশোধ করার পূর্বে ইসলাম কবুল করে, তখন তাহার নিকট হইতে কুফরী সময়ের জিযিয়া আদায় করা যাইবে না।
