মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৩৬
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - জিয্ইয়াহ্-এর বর্ণনা
৪০৩৬। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন তাহাকে ইয়ামন দেশের দিকে (শাসনকর্তা নিযুক্ত করিয়া) পাঠাইলেন, তখন প্রত্যেক (অমুসলিম) বালেগ ব্যক্তি হইতে এক দীনার অথবা উহার সমপরিমাণ মূল্যের মুয়াফিরী কাপড়, যাহা ইয়ামন দেশে তৈয়ার হয়, আদায় করার নির্দেশ দেন। –আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ مُعَاذٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا وَجَّهَهُ إِلَى الْيَمَنِ أَمْرَهُ أَنْ يَأْخُذَ مِنْ كُلِّ حَالِمٍ يَعْنِي مُحْتَلِمٍ دِينَارًا أَوْ عَدْلَهُ مِنَ الْمَعَافِرِيِّ: ثِيَابٌ تَكُونُ بِالْيمن. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০৩৬ | মুসলিম বাংলা