মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৪১
৮. তৃতীয় অনুচ্ছেদ - জিয্ইয়াহ্-এর বর্ণনা
৪০৪১। আসলাম হইতে বর্ণিত যে, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) স্বর্ণ-মুদ্রা ব্যবহারকারী লোকদের উপর চার দীনার এবং রৌপ্য-মুদ্রা ব্যবহারকারীদের উপর চল্লিশ দিরহাম জিযিয়া নির্ধারণ করিয়াছিলেন। এতসঙ্গে তিন দিন পর্যন্ত মুসলমানদের আতিথেয়তা করাও তাহাদের উপর বাধ্যতামূলক করিয়াছিলেন। — মালেক
الْفَصْل الثَّالِث
عَنْ أَسْلَمَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ ضَرَبَ الْجِزْيَةَ عَلَى أَهْلِ الذَّهَبِ أربعةَ دنانيرَ وعَلى أهلِ الوَرِقِ أَرْبَعِينَ دِرْهَمًا مَعَ ذَلِكَ أَرْزَاقُ الْمُسْلِمِينَ وَضِيَافَةُ ثلاثةِ أيامٍ. رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান