মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০২৯
৭. তৃতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০২৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন (যুদ্ধ শেষে) রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ কে আছ যে আবু জাহলের অবস্থা জানিয়া আসিতে পারে ? ইহা শুনিয়া হযরত ইবনে মাসউদ চলিয়া গেলেন এবং যাইয়া দেখিলেন, আফরার দুই পুত্র তাহাকে (আবু জাহলকে এমনভাবে আঘাত করিয়াছে যে, সে অচেতন অবস্থায় পড়িয়া আছে। হযরত আনাস বলেন, অতঃপর হযরত ইবনে মাসউদ তাহার দাড়ি ধরিয়া বলিলেন, তুমিই কি আবু জাহল ? (এই অপমান ও তিরস্কারকে চাপা দেওয়ার জন্য) আবু জাহল বলিল, এক ব্যক্তিকে তোমরা কতল করিয়াছ, ইহার চেয়ে বেশী (কৃতিত্ব) আর কি? অন্য এক রেওয়ায়তে বর্ণিত আছে, আবু জাহল (অনুশোচনার সাথে আক্ষেপ করিয়া) বলিল, যদি আমাকে চাষীরা ব্যতীত অন্য কেহ হত্যা করিত। — মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَدْرٍ: «مَنْ يَنْظُرُ لَنَا مَا صَنَعَ أَبُو جَهْلٍ؟» فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ قَالَ: فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ: أَنْتَ أَبُو جَهْلٍ فَقَالَ: وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ. وَفِي رِوَايَةٍ: قَالَ: فَلَوْ غَيْرُ أَكَّارٍ قتلني
হাদীসের ব্যাখ্যা:
اكار অর্থ কৃষক বা চাষী। এইখানে উদ্দেশ্য হইল মদীনার আনসারগণ। স্বভাবতই তৎকালীন মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী, আর মদীনাবাসীরা ছিল কৃষিজীবী। সেইহেতু মক্কার লোকেরা মদীনার আনসারদিগকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখিত। আবু জাহলের ক্ষোভ ও দুঃখ হইল—যদি সে কোন মুসলমান মুহাজিরের হাতে কতল হইত, তবে স্বগোত্রীয়ের হাতে কতল হইয়াছে বলিয়া তেমন কোন অপমান হইত না। কিন্তু আনসারীদের হাতে নিহত হওয়াটাই তাহার জন্য চরম অপমান। ইহাই হইল তাহার অনুতাপ ও আক্ষেপ।
