মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০১২
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০১২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই গনীমতের মাল লাভ করিতেন, তখন হযরত বেলাল (রাঃ)-কে আদেশ করিতেন। (তিনি যেন লোকদের যাহার কাছে যাহাকিছু আছে তাহা উপস্থিত করার জন্য ঘোষণা করেন।) তিনি জনগণের মধ্যে ঘোষণা করিতেন, তখন লোকেরা তাহাদের স্ব-স্ব গনীমত লইয়া আসিত। অতঃপর সমস্ত মাল হইতে (বায়তুল মালের) এক পঞ্চমাংশ বাহির করিতেন এবং অবশিষ্টগুলি লোকদের মধ্যে বন্টন করিয়া দিতেন। একদা এক ব্যক্তি ইহার (খুমুস বাহির করা এবং সমস্ত মাল বিতরণ করিয়া দেওয়ার) পর একখানা পশমের লাগাম লইয়া আসিল এবং বলিল, ইয়া রাসূলাল্লাহ্! ইহা গনীমতের মাল, যাহা আমি পাইয়াছিলাম। তাহার কথা শুনিয়া হুযূর (ﷺ) জিজ্ঞাসা করিলেন, বেলাল যে তিন তিনবার ঘোষণা করিয়াছিল, তুমি কি তাহা শুনিয়াছ? সে বলিল, হ্যাঁ, (শুনিয়াছি।) তিনি জিজ্ঞাসা করিলেন, সেই সময় উহা আনিতে তোমাকে কে বাধা দিয়াছিল ? তখন সে বিভিন্ন ওযর পেশ করিল। হুযুর (ﷺ) বলিলেনঃ যাও, তুমি কিয়ামতের দিন এই রশি লইয়াই উপস্থিত হইবে। আমি তোমার নিকট হইতে ইহা গ্রহণ করিব না। –আবু দাউদ
وَعَن عبدِ الله بنِ عَمْروٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَصَابَ غَنِيمَةً أَمَرَ بِلَالًا فَنَادَى فِي النَّاسِ فَيَجِيئُونَ بِغَنَائِمِهِمْ فَيُخَمِّسُهُ وَيُقَسِّمُهُ فَجَاءَ رَجُلٌ يَوْمًا بَعْدَ ذَلِكَ بِزِمَامٍ مِنْ شَعَرٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَذَا فِيمَا كُنَّا أَصَبْنَاهُ مِنَ الْغَنِيمَةِ قَالَ: «أَسْمَعْتَ بِلَالًا نَادَى ثَلَاثًا؟» قَالَ: نَعَمْ قَالَ: «فَمَا مَنَعَكَ أَنْ تَجِيءَ بِهِ؟» فَاعْتَذَرَ قَالَ: «كُنْ أَنْتَ تَجِيءُ بِهِ يومَ القيامةِ فلنْ أقبلَه عَنْك» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, গনীমতের মাল নিজের কাছে রাখার বস্তু নহে; বরং যথাসময়ে উহা জমা দেওয়া সকলের কর্তব্য। তুমি যখন ইহা যথাসময়ে উপস্থিত কর নাই, এখন আমি ইহা কেমন করিয়া বণ্টন করিব? কাজেই ইহা এখন তোমার নিকটই থাকিবে। আর তুমি কিয়ামতের দিন ইহার জওয়াবদেহী করিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০১২ | মুসলিম বাংলা