মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০১৩
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০১৩। হযরত আমর ইবনে শোআয়ব (রঃ) তাঁহার পিতা হইতে এবং তিনি তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ), হযরত আবু বকর ও হযরত ওমর (রাঃ) খেয়ানতকারীর সমস্ত মাল-সামান জ্বালাইয়া দেন এবং তাহাকে প্রহার করেন। —আবু দাউদ
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ حَرَّقُوا مَتَاعَ الْغَالِّ وضربوه. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যদি কোন ব্যক্তির সামানপত্রে খেয়ানতের মাল পাওয়া যায়, তবে ইমাম সমীচীন মনে করিলে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে তাহার মাল আসবাব জ্বালাইয়া দিতে পারেন, কিন্তু ইহা সাধারণ নিয়ম নহে।
