মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০১১
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০১১। হযরত ইয়াযীদ ইবনে খালেদ (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীদের মধ্য হইতে এক ব্যক্তি খায়বারের লড়াইয়ের দিন মৃত্যু বরণ করিল। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এই সংবাদটি জানানো হইলে তিনি বলিলেনঃ তোমরা তোমাদের সঙ্গীর জানাযা পড়িয়া নেও। ইহাতে (এই কথা শুনিয়া) লোকদের চেহারা বিবর্ণ হইয়া গেল। তখন (তাহাদের মানসিক অবস্থা উপলব্ধি করিতে পারিয়া) তিনি বলিলেন, তোমাদের এই সাথী আল্লাহর পথে (অর্থাৎ, গনীমতের মালে) খেয়ানত করিয়াছে। (বর্ণনাকারী বলেন,) অতঃপর আমরা তাহার আসবাবপত্র তালাশ করিলাম, তখন (উহাতে) ইহুদীদের এক খণ্ড হার পাইলাম, যাহার মূল্য দুই দিরহামের বেশী হইবে না। —মালেক, আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ يَزِيدَ بْنِ خَالِدٍ: أَنِّ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ يَوْمَ خَيْبَرَ فَذَكَرُوا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ» فَتَغَيَّرَتْ وُجُوهُ النَّاسِ لِذَلِكَ فَقَالَ: «إِنَّ صَاحِبَكُمْ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ» فَفَتَّشْنَا مَتَاعَهُ فَوَجَدْنَا خَرَزًا مِنْ خَرَزِ يَهُودَ لَا يُسَاوِي دِرْهَمَيْنِ. رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান