মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০১০
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০১০। হযরত আবু মুসা আশআরী (রাঃ) বলেন, আমরা (হাবশা হইতে) তখন আগমন করিলাম, যখন রাসূলুল্লাহ্ (ﷺ) খায়বার জয় করিয়াছেন। তিনি খায়বারের গনীমত হইতে আমাদিগকেও অংশ দিয়াছেন। অথবা (আবু মুসা) বলিয়াছেন, উক্ত গনীমত হইতে আমাদিগকেও প্রদান করিয়াছেন। অথচ তিনি কাহাকেও সেই গনীমত হইতে কিছু দেন নাই যে খায়বার বিজয়ের সময় অনুপস্থিত ছিল, কেবলমাত্র যুদ্ধের সময় যে তাঁহার সঙ্গে শরীক ছিল তাহাকেই দিয়াছেন। তবে অনুপস্থিতদের মধ্যে যাঁহারা আমাদের নৌকায় ছিলেন । অর্থাৎ, হযরত জা'ফর (ইবনে আবু তালিব [রাঃ]) ও তাঁহার সঙ্গীগণকে সেই মুজাহিদদের সহিত গনীমতের অংশ দান করেন। –আবু দাউদ
وَعَن أبي مُوسَى الأشعريِّ قَالَ: قَدِمْنَا فَوَافَقْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ افْتَتَحَ خَيْبَرَ فَأَسْهَمَ لَنَا أَوْ قَالَ: فَأَعْطَانَا مِنْهَا وَمَا قَسَمَ لِأَحَدٍ غَابَ عَنْ فَتْحِ خَيْبَرَ مِنْهَا شَيْئًا إِلَّا لمَنْ شهِدَ معَه إِلَّا أَصْحَابَ سَفِينَتِنَا جَعْفَرًا وَأَصْحَابَهُ أَسْهَمَ لَهُمْ مَعَهم. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

মক্কার কাফেরদের অত্যাচারে মুসলমানেরা অতিষ্ঠ হইয়া পড়িলে হুযূর (ﷺ)-এর অনুমতি ও পরামর্শক্রমে কতিপয় মুসলমান নর-নারী হযরত জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে আফ্রিকার হাবশায় (আবিসিনিয়ায়) হিজরত করিয়া চলিয়া যান। সেখানকার রাজা ছিলেন খৃষ্টান নাজ্জাশী (নাম আসহামা)। হুযূর (ﷺ) ও মুসলমানদের মদীনায় হিজরত করার অনেক পরে হাবশার মুহাজেরীন মুসলমানদের কাছে এই সংবাদ পৌঁছিলে তাঁহারাও নৌকাযোগে লোহিত সাগর পাড়ি দিয়া ঠিক সেই সময় মদীনায় পৌঁছিলেন, যখন মুসলমানেরা খায়বার সদ্য জয় করিয়াছেন। সেই সমস্ত মুহাজেরীনদিগকে “আসহাবে সাফীনা” বলা হয়। তবে তাঁহারা খায়বার বিজয়ের সময় অনুপস্থিত থাকা সত্ত্বেও সেখানের গনীমতের অংশ কিভাবে পাইলেন ? ইহার বিভিন্ন কারণ বলা হইয়াছে।
এক সম্ভবত পূর্ণ বিজয়ের পূর্বেই তাহারা খায়বার বিজয়ী সৈন্যদের সাথে মিলিত হইয়াছেন।
দুই তাঁহাদিগকে গনীমতের অংশ নহে; বরং খুমুসের অংশ হইতে প্রদান করিয়াছেন।
তিন অথবা অন্যান্য মুজাহিদগণ হইতে সম্মতি লইয়াই গনীমতের অংশ হইতে দিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান