মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০০৯
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০০৯। হযরত আবু জুয়াইরিয়া আলজারমী (রাঃ) বলেন, হযরত মুআবিয়ার শাসনামলে আমি রোমীদের ভূ-খণ্ডে স্বর্ণ-মুদ্রাভর্তি একটি লাল বর্ণের কলসী পাইলাম। এই সময় আমাদের দলপতি ছিলেন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একজন সাহাবী, বনী সুলায়ম গোত্রের মাআন ইবনে ইয়াযীদ। সুতরাং আমি উক্ত মুদ্রা-পাত্রটি তাঁহার খেদমতে লইয়া আসিলাম। তখন তিনি উহা সমস্ত মুসলমানের মধ্যে বিতরণ করিয়া দিলেন এবং তাহাদের এক ব্যক্তিকে যেই পরিমাণ দিয়াছেন আমাকেও উহা হইতে সেই পরিমাণই প্রদান করিয়াছেন। অতঃপর বলিলেন, যদি আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে এই কথা বলিতে না শুনিতাম, “পঞ্চমাংশ লওয়ার পরই 'নফল' (অতিরিক্ত অনুদান) প্রদান করিতে হয়”, তাহা হইলে আমি তোমাকে (অতিরিক্ত অনুদান) দিতাম। –আবু দাউদ
وَعَنْ أَبِي الْجُوَيْرِيَّةِ الْجَرْمِيِّ قَالَ: أَصَبْتُ بِأَرْضِ الرُّومِ جَرَّةً حَمْرَاءَ فِيهَا دَنَانِيرُ فِي إِمْرَةِ مُعَاوِيَةَ وَعَلَيْنَا رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَنِي سُلَيْمٍ يُقَالُ لَهُ: مَعْنُ بْنُ يَزِيدَ فَأَتَيْتُهُ بِهَا فَقَسَمَهَا بَيْنَ الْمُسْلِمِينَ وَأَعْطَانِي مِنْهَا مِثْلَ مَا أَعْطَى رَجُلًا مِنْهُمْ ثُمَّ قَالَ: لَوْلَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا نَفَلَ إِلَّا بَعْدَ الْخُمُسِ» لَأَعْطَيْتُكَ. رَوَاهُ أَبُو دَاوُد
