মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০০৮
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০০৮। হযরত হাবীব ইবনে মাসলামা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) (যাওয়ার পথে সংগ্রামকারীকে গনীমত হইতে) পঞ্চমাংশ বাহির করার পর এক চতুর্থাংশ এবং প্রত্যাবর্তন করার সময় পঞ্চমাংশ বাহির করার পর এক তৃতীয়াংশ অতিরিক্ত (নফল) প্রদান করিতেন। –আবু দাউদ
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُنَفِّلُ الرُّبُعَ بَعْدَ الْخُمُسِ وَالثُّلُثَ بَعْدَ الْخُمُسِ إِذَا قَفَلَ. رَوَاهُ أَبُو دَاوُدَ
