মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০০৬
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০০৬। হযরত মুজাম্মা ইবনে জারিয়াহ (রাঃ) বলেন, হোদাইবিয়ার সন্ধির সময় যাহারা উপস্থিত ছিলেন, খায়বারের সম্পদ তাহাদের মধ্যেই বণ্টন করা হইয়াছে। রাসূলুল্লাহ্ (ﷺ) উহাকে আঠার ভাগে বিভক্ত করেন। সৈনিকের সংখ্যা ছিল পনরশত। তন্মধ্যে অশ্বারোহী ছিলেন তিনশত। সুতরাং অশ্বারোহীদিগকে দিয়াছেন দুই ভাগ এবং পদাতিকদিগকে দিয়াছেন এক একভাগ। –আবু দাউদ, ইমাম আবু দাউদ বলেন, ইবনে ওমর (রাঃ)-এর বর্ণিত হাদীসটি অধিক সহীহ্ আর অধিকাংশ ইমামদের আমলও তদনুযায়ী। মুজাম্মার বর্ণিত হাদীসটির মধ্যে ভুল আছে। কেননা, তিনি বলিয়াছেন, অশ্বারোহী সৈন্য ছিলেন তিনশত। অথচ তাঁহারা ছিলেন মাত্র দুইশত
وَعَن محمع بن جاريةَ قَالَ: قُسِمَتْ خَيْبَرُ عَلَى أَهْلِ الْحُدَيْبِيَةِ فَقَسَمَهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَانِيَةَ عَشَرَ سَهْمًا وَكَانَ الْجَيْشُ أَلْفًا وَخَمْسَمِائَةٍ فِيهِمْ ثَلَاثُمِائَةِ فَارِسٍ فَأُعْطِيَ الْفَارِسُ سَهْمَيْنِ وَالرَّاجِلُ سَهْمًا رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: حَدِيثُ ابْنِ عُمَرَ أصح فَالْعَمَل عَلَيْهِ وَأَتَى الْوَهْمُ فِي حَدِيثِ مُجَمِّعٍ أَنَّهُ قَالَ: أَنَّهُ قَالَ: ثَلَاثُمِائَةِ فَارِسٍ وَإِنَّمَا كَانُوا مِائَتَيْ فَارس

হাদীসের ব্যাখ্যা:

অশ্বারোহী সৈন্যদিগকে দিয়াছেন দুই ভাগ। তাহারা ছিলেন তিনশত, সর্বমোট ভাগ হইল আঠারটি। ফলে তিনশত অশ্বারোহী সৈন্যরা পাইলেন ছয় ভাগ। আর বারোশত সৈন্যরা পাইলেন বার ভাগ। এই হিসাবে বণ্টন হইবে হানাফীদের মায্হাবের অনুকূলে। হযরত ইবনে ওমরের বর্ণিত একটি হাদীসও হানাফীদের মাযহাব সমর্থন করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০০৬ | মুসলিম বাংলা