মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০০৫
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০০৫। আবু লাহমের আযাদকৃত গোলাম ওমায়র (রাঃ) বলেন, আমি আমার মনিবের সাথে খায়বরের যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলাম। আমার মালিকেরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে আমার সম্পর্কে কথাবার্তা বলিয়া অনুমতি লইয়াছেন এবং আমি যে তাহাদের গোলাম ইহাও তাঁহাকে অবহিত করিয়াছেন। অতঃপর আমাকে (মুজাহেদীনদের সাথে থাকিবার) নির্দেশ দিলেন এবং আমি আমার গলায় তলোয়ার ঝুলাইয়া লইলাম (কিন্তু খাটো হওয়ার কারণে) আমি তরবারি হেঁচড়াইয়া হেঁচড়াইয়া চলিতাম। (যুদ্ধশেষে গনীমতের মাল বিতরণের সময়) তিনি আমাকে সামান্য কিছু মাল দেওয়ার জন্য হুকুম করিলেন। (ওমায়র বলেন,) আমি ঝাড়-ফুঁকের কিছু মন্তর জানিতাম এবং উহার দ্বারা পাগল, মাতাল ইত্যাদিকে ঝাড়-ফুঁক করিতাম। সুতরাং আমি সেই মন্তরগুলি হুযূর (ﷺ) কে পড়িয়া শুনাইলাম। তখন তিনি আমাকে উহা হইতে কিছু অংশ বাদ দেওয়ার এবং কিছু অংশ রাখিবার আদেশ করিলেন। — তিরমিযী ও আবু দাউদ, অবশ্য আবু দাউদের রেওয়ায়ত رضخ পর্যন্ত সমাপ্ত হইয়াছে। (অর্থাৎ, মন্তরের কথাটি উল্লেখ নাই।)
وَعَنْ عُمَيْرٍ مَوْلَى آبِي اللَّحْمِ قَالَ: شَهِدْتُ خَيْبَر مَعَ ساداتي فَكَلَّمُوا فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَلَّمُوهُ أَنِّي مَمْلُوكٌ فَأَمَرَنِي فَقُلِّدْتُ سَيْفًا فَإِذَا أَنَا أَجُرُّهُ فَأَمَرَ لِي بِشَيْءٍ مِنْ خُرْثِيِّ الْمَتَاعِ وَعَرَضْتُ عَلَيْهِ رُقْيَةً كَنْتُ أَرْقِي بِهَا الْمَجَانِينَ فَأَمَرَنِي بِطَرْحِ بَعْضِهَا وَحَبْسِ بَعْضِهَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ إِلَّا أَنَّ رِوَايَتَهُ انتهتْ عِنْد قَوْله: الْمَتَاع

হাদীসের ব্যাখ্যা:

متاع অর্থ গৃহের ছোট-খাট আসবাবপত্র। দাস-দাসী, চাকর-বাকর ইহারা সৈনিকদের সাথে যুদ্ধের ময়দানে উপস্থিত থাকিলেও গনীমতের নিয়মিত হিসসা পাইবে না, ইমামের বিবেচনায় তাহাদিগকে সামান্য অনুদান দেওয়া যাইবে। উহাকে خرثى বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০০৫ | মুসলিম বাংলা