মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৯৯৩
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৩৯৯৩। হযরত জুবায়র ইবনে মুতয়িম (রাঃ) বলেন, একদা আমি ও ওসমান ইবনে আফফান (রাঃ) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া বলিলাম, (হে আল্লাহর রাসূল।) আপনি খায়বারের পঞ্চমাংশ হইতে বনী মুত্তালিবকে মাল দিলেন আর আমাদিগকে বঞ্চিত করিলেন। অথচ আমরা ও তাহারা আপনার কাছে একই পর্যায়ের। রাসূলুল্লাহ্ (ছাঃ) বলিলেন: অবশ্যই বনী হাশেম ও বনী মুত্তালিব অভিন্ন। বর্ণনাকারী জুবায়র বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী আব্দে শামস ও বনী নওফলকে তাহা হইতে কিছুই দেন নাই।
وَعَن جُبيرِ بن مُطعمٍ قَالَ: مَشَيْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: أَعْطَيْتَ بَنِي الْمُطَّلِبِ مِنْ خُمُسِ خَيْبَرَ وَتَرَكْتَنَا وَنَحْنُ بِمَنْزِلَةٍ وَاحِدَةٍ مِنْكَ؟ فَقَالَ: «إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو المطلبِ وَاحِدٌ» . قَالَ جُبَيْرٌ: وَلَمْ يَقْسِمِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي عَبْدِ شَمْسٍ وَبَنِي نوفلٍ شَيْئا. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাশেম, মুত্তালিব, আবদে শামস ও নওফল, এই চারজনই আবদে মুনাফের পুত্র। এই হিসাবে আবদে মুনাফ হইল হুযূর (ﷺ)-এর চতুর্থ পর্যায়ের দাদা। হযরত জুবায়র ছিলেন নওফলের বংশধর। আর হযরত ওসমান ছিলেন আবদে শামসের খান্দানের। আর হুযূর (ﷺ) ছিলেন বনী হাশেমের। ইসলামের প্রাথমিক যুগে একবার কুরাইশগণ নবী (ﷺ) ও তাহার খান্দানের বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ হইয়া বনী হাশেমকে সমাজচ্যুত করিয়াছিল। প্রায় তিন বৎসর বনু হাশেম “শিবে আবি তালেবে" অন্তরীণ অবস্থায় কাটাইয়াছিলেন। তখন বনী মুত্তালিব তাহাদের সহযোগিতায় আগাইয়া আসেন। ইহা হইতে পরিষ্কারভাবে প্রমাণ হইয়া যায় যে, উল্লেখিত গোত্রদ্বয় এক ও অভিন্ন। বনী নওফল ও বনী আবদে শামস মুনাফের বংশধর হইলেও হাশেমী ও মুত্তালেবীদের সাথে সহযোগিতা করে নাই। তাই হুযূর (ﷺ) উক্ত খান্দান দুইটিকে নিজের নিকটতম আত্মীয়ের মধ্যে পরিগণিত করেন নাই।
