মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৯২
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৩৯৯২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, একবার তাহার একটি ঘোড়া কোথাও চলিয়া গেলে শত্রুরা (রোমীয়রা) উহাকে ধরিয়া লইয়া গেল। পরবর্তী এক সময়ে মুসলমানগণ তাহাদের বিরুদ্ধে বিজয় অর্জন করিলে উক্ত ঘোড়াটি তাহাকে (ইবনে ওমরকে প্রত্যর্পণ করা হয়। এ ঘটনাটি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের। অন্য আরেক সূত্রে বর্ণিত আছে, তাহার (ইবনে ওমরের) একটি ক্রীতদাস পালাইয়া রোম দেশে চলিয়া যায়। পরবর্তী সময়ে মুসলমানরা তাহাদের বিরুদ্ধে বিজয়ী হইলে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানার পরে হযরত খালেদ ইবনে ওয়ালীদ (রাঃ) উক্ত গোলামটি ইবনে ওমর (রাঃ)-কে ফিরাইয়া দেন।
وَعَنْهُ قَالَ: ذَهَبَتْ فَرَسٌ لَهُ فَأَخَذَهَا الْعَدُوُّ فَظَهَرَ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ فَرُدَّ عَلَيْهِ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَفِي رِوَايَةٍ: أَبَقَ عَبْدٌ لَهُ فَلَحِقَ بِالرُّومِ فَظَهَرَ عَلَيْهِمُ الْمُسْلِمُونَ فَرَدَّ عَلَيْهِ خَالِدُ بْنُ الْوَلِيدِ بَعْدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আবু হানীফা (রহঃ) বলেন, যদি কোন মুসলমানের মুসলমান গোলাম কাফেররা লইয়া যায়, তখন তাহারা উহার মালিক হইবে না। সুতরাং যদি উহা পুনরায় গনীমত হিসাবে মুসলমানদের হাতে আসে, তখন বিনামূল্যেই তাহার পূর্বের মালিককে ফেরত দিতে হইবে। তবে যদি গনীমত বিতরণের পর অন্যের হাতে চলিয়া যায়, কিংবা কোন ব্যবসায়ী তাহাকে খরিদ করিয়া থাকে, তখন মূল্য আদায় করিয়া নিতে হইবে। কিন্তু সাহেবাইন বলেন, কাফেররা মালিক হইবে। ইমাম মালেক ও আহমদ এই একই অভিমত পোষণ করেন। অবশ্য যদি গোলামটি মুরতাদ হইয়া যায়, তখন সমস্ত ইমামদের মতে কাফেররা মালিক হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৯২ | মুসলিম বাংলা