মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৯১
৭. প্রথম অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৩৯৯১। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনীমতের পঞ্চমাংশ হইতে আমরা অংশ যাহা পাইতাম তাহা ব্যতীত নফলস্বরূপ কিছু মালও আমাদিগকে দান করেন এবং সেই নফল হইতে আমার ভাগে শারিফ পড়িয়াছিল। শারিফ বলা হয় বয়স্ক বড় উটকে। মোত্তাঃ
وَعَنْهُ قَالَ: نَفَّلَنَا رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم نَفَلًا سِوَى نَصِيبِنَا مِنَ الْخُمُسِ فَأَصَابَنِي شَارِفٌ والشارف: المسن الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৯৯১ | মুসলিম বাংলা